ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, কেরানীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া শান্তির প্রতিক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করেন। বিজয় মেলার স্টল গুলোতে উপজেলায় অবস্থিত সরকারি অফিস সমূহ তাদের প্রদত্ত সেবা গুলো প্রদর্শন করে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি, জাতীয় নাগরিক কমিটিসহ অন্যান্য রাজনৈতীক নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যাপক কাইয়ুম, মডেল উপজেলা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।