ঢাকার কেরানীগঞ্জে বিরিয়ানি ছিনতাই কাণ্ডে কালিন্দি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ এস বি আল আমিনকে বহিষ্কার করা হয়েছে।
১৮ ডিসেম্বর (বুধবার) কালিন্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রেস বিজ্ঞপির মাধ্যমে এই বহিষ্কারাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন ।
দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কাজ করার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপিতে জানানো হয়।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাতে খোলামোড়া বিরিয়ানীর দোকান হতে বহিষ্কৃত সাধারণ সম্পাদক আলামিনের ৬৫ প্যাকেট বিরিয়ানি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে খোলামোড়া এলাকার ব্যবসায়ীরা ১৮ ডিসেম্বর বিকেলে এক মানববন্ধন করলে উক্ত বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।