অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রিনাত ফৌজিয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা পুলিশ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, অফিসার্স ক্লাব কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল উপজেলা ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,কেরানীগঞ্জ দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেণ্ডার কল্যাণ সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তারা দেশের সকল নাগরিককে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রসারে সচেষ্ট থাকার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।