ঢাকার কেরানীগঞ্জে মিষ্টি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যনাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফ উদ্দিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় ইসলাম সুইটস নামে প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় অভিযানে নেতৃত্বদেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, অনুমোদনহীন কাপড়ের রং ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি দায়ে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাশের একটি শোরুম থেকে মেয়াদ বিহীন খাদ্যদ্রব্য জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য ও বিভিন্ন ধরনের মিষ্টি ধ্বংস করা হয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, কেরানীগঞ্জের যেখানেই খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো হবে সেখানেই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে। চলমান এই অভিযান অব্যহত থাকবে।