উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ —ওয়েবের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে ট্রেড ফেয়ার-২০২৫—এর শনিবার ( ০৮ মার্চ) তৃতীয় ও শেষ দিন ছিল।
সমাপনী ক্ষণে রাফেল ড্র হয়। এতে, পুরস্কার ঘোষণা করেন কবি গবেষক ও সম্পাদক ইমরান মাহফুজ। প্রথম পুরস্কার (ঢাকা-কক্সবাজার-ঢাকা) বিজয়ী হন “নীড’স লাইফস্টাইল”-এর উদ্যোক্তা মাকসুদা সাইলাত।গুলশান শুটিং ক্লাবে মেলাটি অনুষ্টিত হয়।
পুরস্কার গ্রহণ করে মাগসুদা সাইলাত অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন “সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। সামনে বসে যখন নিজের তৈরি পোশাকের প্রশংসা শুনি সেটা আমার কাছে অনেক আনন্দের এবং গৌরবের। ধন সম্পদ অর্জনের চেয়ে সম্মান অর্জন করা আমার কাছে অনেক প্রিয়।”
এসময় তিনি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে গর্বিত নারী হওয়ার স্বার্থকতা উল্লেখ করে নারীরা উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান জানান।