দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল।
১০ মার্চ (সোমবার) সকাল ১১ টায় কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছাত্রছাত্রী ও ছাত্রদলের নেতাকর্মীরা দেশব্যাপী নিপিড়ন ও ধর্ষণ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।
মানববন্ধনে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত নেতা হাজী সাইফুল ইসলাম বলেন, দেশব্যাপি নারীর প্রতি নিপিড়ন, অনলাইনে হয়রানী, ধর্ষণ আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। সতের বছর দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা হতে মুক্তির লক্ষে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলে মানুষ আশায় বুক বেধেছিল। কিন্তু মানুষ এখন আবারও নিপিড়নের শিকার হচ্ছে কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পাড়ছে না। আমরা মনে করি একটা নির্বাচিত সরকার থাকলে প্রশাসনের জবাবদিহিতা আরো বেশী নিশ্চিত করা যেত। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না গেলে এই অরাজক পরিস্থিতি উন্নতি করা সম্ভব না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নওশাদ, তারানগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সামসুল আরেফিন আরিফ, কালিন্দী ইউনিয়ন ছাত্রদল আহবায়ক তালহা যুবায়ের, কলাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব আহমেদ রাতুল,হযরতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম,ভাকুর্তা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল লাল, সাধারণ সম্পাদক রহমত আলী,তেঁতুলজোড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামিম আহমেদ প্রমুখ ।