ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান চালানো হয়। এসময় উপজেলার কোন্ড ইউনিয়নের জাজিরা এলাকায় মৌসুমি বিকস্ নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মৌসুমি বিকস্ নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে আরো অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। সেখানেও অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, দেশের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, অবৈধ ইটভাটা ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারদের।
আগামী ১৭ মার্চ তাদের হাইকোর্টে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি, সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।