রাজধানীর কদমতলী এলাকার কুসুমবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমবাগ জামে মসজিদের পাশের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ককটেলসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. জামাল (৩২), মো. আরিফ হোসেন (২৮), মো. আকাশ (২৬), মো. ওমর ফারুক (৩০), মো. নাজমুল (২৫) ও মো. মুরাদ রহমান খান (৩০)। তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগ রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, লোহার রেঞ্জ, রড, সুইচ গিয়ার চাকু, ছুরি এবং ককটেল সদৃশ্য দুটি বস্তু জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।