ঢাকার লালবাগ এলাকা থেকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামী মো. আলমগীর (২৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, গত ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ভিকটিম (২২) খালি ড্রাম আনার জন্য আসামীর বাসায় গেলে, আলমগীর তাকে ফাঁদে ফেলে রাজধানীর হাজারীবাগ থানার বোরহানপুর কাজীরবাগ লেনের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তবে ভিকটিম চিৎকার ও ধস্তাধস্তির মাধ্যমে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
পরে, ২৮ ফেব্রুয়ারি সকালে ভিকটিমের পরিবারের সদস্যরা এ বিষয়ে আলমগীরের সঙ্গে কথা বলতে গেলে, তিনি ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে গুরুতর জখম করে।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। মামলার পর আসামী আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর সহযোগিতা চান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ (১৮ মার্চ) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।