রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামী সায়েম শেখ (২৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। একই সঙ্গে তার তথ্যমতে মিরপুর এলাকা থেকে অপহৃত ভিকটিম (১৮)-কে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং থানার বাগবাড়ী এলাকায় ভিকটিমকে জোরপূর্বক সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আসামী সায়েম শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে লৌহজং থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর আসামীরা আত্মগোপনে চলে গেলে লৌহজং থানার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর সহযোগিতা চান। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গতকাল (১৭ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সায়েম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার
আসামীকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।