কেরাণীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল তিনটায় কেরাণীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নাজিম উদ্দিন নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক এডিশনাল পিপি (ঢাকা মেট্রো) ও কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান নাসের।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল গনি বলেন, “কেরাণীগঞ্জ প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়।”
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা দক্ষিণের ডিবি কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম, ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. মজিবুর রহমান, সিনিয়র আইনজীবী মো. সজল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মিয়া আব্দুল হান্নান,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো: শামীম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ সামসুল ইসলাম সনেট , দপ্তর সম্পাদক মোঃ ইমরুল কায়েস, প্রচার সম্পাদক মোঃ রানা আহমেদ, ক্রিড়া সম্পাদক মোঃ শিপন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ সাঈদ, মোঃ আরিফ সম্রাট, ঢাকা ক্যানভাস সম্পাদক আরিফুল ইসলাম ও মোহাম্মদ মুক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী ডাক্তার লোকমান হেকিম। ইফতারের আগে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই আয়োজনকে কেন্দ্র করে কেরাণীগঞ্জের গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।