বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে কক্সবাজারের সকল উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসময় কক্সবাজার জেলার ভাতাভোগী ৩০৩ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সম্পন্ন করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট উপপরিচালক আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম । এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী সহ অনেকে।
জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই ঈদ উপহার তাঁদের প্রতি মহাপরিচালক মহোদয়ের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। কক্সবাজারে কর্মরত সকলকে সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন এবং বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই ধরণের উদ্যোগের ফলে সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন সবাই।