রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ দুপুর ১২:১৫ মিনিটে র্যাব-১০ জানতে পারে যে, শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে দুপুর ১২:৩০ মিনিটে জুরাইন টাওয়ারের লাজ ফার্মার সামনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আলাল হাওলাদার (২৪), মোঃ মামুন (৩৬), পিতা- আবুল কালাম আজাদ।
তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, মোঃ আলাল হাওলাদারের বিরুদ্ধে শ্যামপুর ও গেন্ডারিয়া থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে তিনবার গ্রেপ্তার হয়েছিল।
একই দিনে দুপুর ১৪:১৫ মিনিটে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কদমতলীর নতুন জুরাইন আলমবাগ এলাকার একটি ভাড়া বাসায় অস্ত্রধারীরা অবস্থান করছে। এরপর দুপুর ১৪:৩৫ মিনিটে র্যাব-১০ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি বড় চাকু, দুটি বড় কাঁচি, একটি ছোট কাঁচি, একটি কাটিং প্লায়ার্স, একটি লোহার পাইপ, একটি স্ক্রু-ড্রাইভার, একটি লোহার ঢাল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করে।
তবে অভিযানের সময় কেউ গ্রেফতার হয়নি। র্যাব-১০ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব ১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী এবং দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের ব্যাপারে র্যাব -১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম বলেন, “অপরাধ দমনে র্যাব সবসময় তৎপর রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”